RAB, এর হাতে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক
সাব্বির হোসেন সাইফুল, (মানিকগঞ্জ):
মানিকগঞ্জে RAB-4 ,সিপিসি-3 এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানাধীন চর গড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ খাজা মোল্লা (৫৫) কে আটক করেন পিতা-মৃত জামাল মোল্লা,সাং-চর গড়পাড়া, থানা- মানিকগঞ্জ সদর।
সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ।
তার নিকট হতে ১৭ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন সহ মাদক বিক্রির ৭ হাজার টাকা এবং মাদক পরিমাপের একটি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয় ।
তার বিরুদ্ধে চারটি মামলা বিচারাধীন রয়েছে। লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন ক্রয় করে এনে মানিকগঞ্জ সদর থানা এলাকাসহ আশপাশের এলাকায় যুব সমাজের নিকট দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছে।
মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া অব্যাহত আছে। এ বিষয়ে জানান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ূন কবির। কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) RAB-4 ,সিপিসি-3, মানিকগঞ্জ।