বগুড়ায় আটটি ককটেল উদ্ধার করে ধ্বংস
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ায় গোকুল ইউনিয়নে উদ্ধার করা আটটি বোমা ধ্বংস করেছে ঢাকা থেকে আসা কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) বোম ডিস্পোজাল ইউনিটের সদস্যরা।
গতকাল শুক্রবার (১৯ নভেম্বর ২০২১) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার গোকুল ইউনিয়নে উদ্ধারকৃত জায়গা থেকে ১০০ গজ পেছনে একটি আলুর ক্ষেতে সেগুলো বিস্ফোরণ করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া বস্তগুলো শক্তিশালী ককটেল ছিল।
সিটিটিসির বোম ডিস্পোজাল ইউনিটের পরিদর্শক আবুল বাসারে নেতৃত্বে আসা এই দলটি ৮টি ককটেল দুই দফায় বিষ্ফোরণের মাধ্যমে ককটেলগুলো ধ্বংস করে।
পরিদর্শক আবুল বাসার জানান, ব্যাগের ভেতরে শক্তিশালী ৮টি বিষ্ফোরক রয়েছে। আমরা এগুলো উদ্ধার করে পাশের মাঠে বিষ্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছি।
এর আগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর২০২১) দিবাগত রাতে বগুড়া সদর থানার পুলিশ গোকুল ইউনিয়নের উত্তরপাড়া এলাকার একটি বাড়ির পিছনে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলোর সন্ধান পায়। তখন থেকে সদর থানা পুলিশের দল স্থানটি ঘিরে রেখেছিল।
এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বলেন, লাল রঙের ৮টি ককটেল বোমা প্রচন্ড শক্তিশালী ছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এগুলো সামনের ইউপি নির্বাচনে সহিংসতার কাজে ব্যবহত হতো। আমরা নিশ্চিত করার চেষ্টা করছি কারা এই কাজটি করেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
উল্লেখ, বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নে সবুজ নার্সারির পশ্চিমে ৬নং ওয়ার্ডে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিয়ে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমা সাদৃশ্য বস্তু দেখতে পেয়ে জায়গাটি ঘিরে রাখে।
শুক্রবার প্রাথমিক তদন্তে সেগুলো শক্তিশালী ককটেল বলে সদর থানা পুলিশের ধারণা করে। পরে ঢাকায় বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হলে তারা এসে এ বিষয়ে সিদ্ধান্ত নেন।