ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে কুয়েট শিক্ষার্থীর আত্মহত্যা
শেখ হেদায়েতুল্লাহ, (খুলনা):
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সুব্রত কুমার মন্ডল নামে এক শিক্ষার্থী খুলনাগামী চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার দুপুর সোয়া ১২ টার দিকে খানজাহান আলী থানা এলাকার মাত্তম ডাঙ্গায় এ ঘটনা ঘটে। খুলনা রেলের ট্রাফিক ইন্সপেক্টর ( টিআই) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন জিআরপি থানা পুলিশ লাশ উদ্ধারপুর্বক আনুসঙ্গিক কার্যক্রম সম্পন্ন করছে।
কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার জানিয়েছেন, ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পৌছেছেন। আত্মহত্যাকারী ওই শিক্ষার্থীর পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে।