যুবলীগ নেতা ওপর হামলার মামলায় ইউপি সদস্য রফিক গ্রেফতার
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে হত্যাচেষ্টা মামলায় রফিক মিয়া (৪৫) নামে এক ইউপি সদস্য কে গ্রেফতার করেছে মাধবপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত রফিক মিয়া উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার।
পুলিশ জানায়, সোমবার (১৫নভেম্বর) ভোররাতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক এর নির্দেশনায়, উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি শেখ দুলাল কে হত্যাচেষ্টা মামলার দুই নাম্বার আসামি, ইউপি সদস্য রফিক মিয়া কে এসআই মমিনুল ইসলাম পিপিএম এর নেতৃত্ব পুলিশের একটি টিম তথ্য প্রযুক্তি ব্যবহার করে উত্তরার ৩ নাম্বার সেক্টরের ৭ নাম্বার রোডের ৯ নাম্বার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।