শিরোনাম

South east bank ad

ঝালকাঠি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

 প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাজু খান, (ঝালকাঠি) :

ঝালকাঠি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির সভায় পুলিশ প্রশাসন উপজেলা চেয়ারম্যান ও সরকারি দপ্তরের কর্মকর্তা সংশ্লিষ্ট কমিটিভুক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তাব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, অতিরিক্ত সুপার( সদর সার্কেল) প্রশান্ত কুমার দে, সিভিল সার্জন ডা.শ্যামল কৃষ্ণ হাওলাদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতী,পৌর সভার প্যানেলমেয়র তরুন কর্মকার।

সভায় ঝালকাঠি জেলায় আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রিত থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি গত অক্টোবর মাসের মোবাইল কোড পরিচালনা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন। এই মাসে ১৪০টি মোবাইল কোডের আওতায় ১৩০টি মামলা দায়ের হয়েছে এবং ৬ লাখ ২৬ হাজার ৮৫০ টাকা রেকর্ড পরিমান জরিমানা আদায় হয়েছে। ৬৩ জনকে দন্ডিত করা হয়েছে ও ১৪ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। এর পূর্বের মাসে ৫৩ টি মোবাইল কোডের আওতায় ১২৪ টি মামলায় ১১৪ জনকে অর্থদন্ড করে ১ লাখ ১৪ হাজার ৮৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ২ জনকে কারাদন্ড প্রদান করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: