নাটোরে ১০ মাদকসেবীকে আটক করেছে র্যাব
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরে মাদকসেবনের অভিযোগে ১০ জনকে আটক করেছে র্যাব।
শনিবার (১৩ নভেম্বর) রাতে নাটোর শহরের একডালা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৫ জানায়, মাদক সেবীরা বিভিন্ন এলাকা থেকে একডালা এলাকায় এসে একত্রিত হয়ে মাদক সেবন করে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় বিরক্তিকর আচরণ করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম ওই এলাকায় অভিযান চালায় । এসময় মাদক সেবন অবস্থায় তাদের ১০ জনকে আটক করা হয়।পরে আটককৃতদের সদর হাসপাতালে নিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা করানো হলে চিকিৎসাপত্র অনুযায়ী সকলেই মাদকাসক্ত ছিল।
পরে তাদের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় মামলা রুজু করা হয়।
আটককৃতরা হলো- রথবাড়ী রাজাপুর এলাকার রহমত পাটোয়ারী এর ছেলে নাজমুল পাটোয়ারী (২২), রায় আমহাটি এলাকার শ্রী অনিল দাস এর ছেলে শ্রী প্রশান্ত দাস (৩০), মৃত মেকুর প্রামাণিক এর ছেলে মোঃ নজরুল ইসলাম (৫০), ফজলুল হক এর ছেলে মোতালেব (২২), চক আমহাটি এলাকার খোকন মেজি এর ছেলে সিহাব মেজি (১৯), তেবাড়িয়া উত্তরপাড়া এলাকার মৃত দুলু মিয়া এর ছেলে কপিল (৪২), বনবেলঘড়িয়া এলাকার আইয়ুব আলী এর ছেলে পাপ্পু হোসেন (১৯), চাঁদপুর এলাকার অছিম উদ্দিন সরকার এর ছেলে শফিকুল ইসলাম বাবু (৩৭), লোটাবাড়িয়া এলাকার আবু তাহের এর ছেলে রফিকুল ইসলাম (৩৫),বনবেলঘড়িয়া মৌলভিবাড়ী এলাকার মৃত তৈয়ব আলী মুন্সি এর ছেলে মাইনুদ্দিন মুন্সি (২৮)।