বোদায় ইয়াবাসহ একজন আটক
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়) :
উত্তরের জেলা পঞ্চগড়ের বোদায় ৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ মো.সুমন ওরফে জহির (২২) নামের এক যুবককে আটক করেছে বোদা থানা পুলিশ। আটককৃত জহিরের জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দুলাল হোসেনের ছেলে।
জানা যায়, বোদা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর শুক্রবার গভির রাতে বোদা পৌরসভা কার্যালয় এলাকার পাশে মহাসড়কের পাশে শাবাব পেট্রোল পাস্প এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে। পুলিশ বাদী হয়ে আটক কৃত সুমনের বিরুদ্ধে বোদা থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিকে শনিবার আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী মাদ্রক সহ একজন আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করেন।