শিরোনাম

South east bank ad

শিবগঞ্জে নৌকার চার প্রার্থীসহ ১৬ জনের জামানত বাজেয়াপ্ত

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা মার্কার চার প্রার্থীসহ ১৬ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচনে ১১ ইউনিয়নের মধ্যে ৫টিতে জয় পান আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। অপর ছয়টিতে পরাজিত হলেও জামানত হারায় চারটিতে। এই চারটি ইউনিয়ন হলো রায়নগর, আটমুল, মাঝিহট্ট ও সৈয়দপুর।

মাঝিহট্ট ইউনিয়নে নৌকার প্রার্থী আব্দুল গফুর ভোট পেয়েছেন মাত্র ৬৫০, আটমুলে মিজানুর রহমান মিজান ভোট পেয়েছেন ৭৩৭, রায়নগরে শাহজাহান কাজী ভোট পেয়েছেন ৭৯৭ এবং সৈয়দপুর ইউনিয়নের মহাতাব উদ্দিন ভোট পেয়েছেন ১২৭৫।

শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান জানান, নির্বাচন বিধি আনুয়ায়ী প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

জামানত বাজেয়াপ্ত অন্য প্রার্থীরা হলেন, বুড়িগঞ্জ ইউনিয়নে আহসান হাবীব (প্রাপ্ত ভোট ৭৩৮), আব্দুল মান্নান প্রামানিক (৬৫৭), শিবগঞ্জ ইউনিয়নে আবু বকর সিদ্দিক (৯০৩), ফরিদুল মিঞা (৪১০), দেউলী ইউনিয়নে শহিদুল ইসলাম সরকার (১৮৮), শাহজাহান আলী (৭৮), বিহার ইউনিয়নে খালেদা আখতার (১৪), পীরব ইউনিয়নে আনোয়ার হুছাইন (৩৪৫), রায়নগর ইউনিয়নে শফিউজ্জামান সাইফুল চশমা (২৮), ময়দানহাট্টা ইউনিয়নে আব্দুস সালাম (৭৫১), সাদ্দাম হোসেন আনারস (৫২), খন্দকার রমজান আলী (২১)।

শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমদাদুল ইসলাম এমদাদ বলেন, দলীয় কোন্দল, বিদ্রোহী প্রার্থী এবং আর্থিক অস্বচ্ছলতার জন্য নৌকার পরাজয় হয়েছে। এই নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামীতে ভাল ফলাফল করার জন্য দলকে সাংগঠনিকভাবে ঢেলে সাজাতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: