আচরণ বিধি লংঘন হলেও সে বিষয়ে তোয়াক্কা না করেই কেন্দ্র পরিদর্শনে এমপি মমতাজ
সাব্বির হোসেন সাইফুল, (মানিকগঞ্জ) :
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে চলছে নির্বাচন। দলীয় প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণা ও কেন্দ্র পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্যদের যাওয়া নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হলেও সে বিষয়ে তোয়াক্কা না করেই কেন্দ্র পরিদর্শনে এমপি মমতাজ বেগম।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শনে আসেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। এসময় তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী তার সঙ্গে কেন্দ্রে প্রবেশ করেন। নিমিষেই থমথমে পরিস্থিতি বিরাজ করে ওই কেন্দ্রে।
এসব বিষয়ে জানতে চাইলে এমপি মমতাজ বেগম বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করেই ভোট কেন্দ্রে আসা হয়েছে। আমি কারো জন্য ভোট চাইতে আসেনি উল্লেখ করে তিনি বলেন, অবাধ নিরপেক্ষ ভোট হচ্ছে সিংগাইরে। এই বিষয়টি দেখার জন্য কেন্দ্র পরিদর্শনে এসেছেন বলে মন্তব্য করেন তিনি।
জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ইউপি নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যদের যাওয়ার কোনও সুযোগ নেই। বিষয়টি অমান্য করে কেউ কেন্দ্র পরিদর্শনে গেলে সেটি নিশ্চয়ই নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হবে। এমপি মমতাজ বেগম চারিগ্রাম কেন্দ্রে যাওয়ার বিষয়টি তিনি জানতে পেরে কেন্দ্রে না যাওয়ার জন্য তাকে বলেছেন বলে মন্তব্য করেন তিনি।