বগুড়ার শজিমেকের সেই খন্ডকালীন কর্মচারিকে ঢাকায় গ্রেপ্তার
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় চাহিদা মতো বকশিশের টাকা না পেয়ে অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় রোগী মৃত্যুর ঘটনায় সেই খন্ডকালীন কর্মচারি আসাদুজ্জামান দুলুকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১০ নভেম্বর) দিনগত রাতে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) র্যাব থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে বৃহস্পতিবার কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা ব্রিফ করবে বলেও বার্তায় জানানো হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় বকশিশের ৫০ টাকা কম পেয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক রোগীর অক্সিজেন খুলে দেওয়ায় মৃত্যুর অভিযোগ উঠে। ঘটনার পরপরই হাসপাতালের আনসারদের সহযোগিতায় দুলু পালিয়ে যায়।