২৩ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ভোট
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আগামী ২৩ ডিসেম্বর দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, দেশের আটটি বিভাগে চলবে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। এই ধাপে মোট ইউনিয়ন পরিষদের সংখ্যা ৮৪০।
বুধবার দুপুরে নির্বাচন কমিশনের ৮৯তম কমিশন সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর।
এই ধাপের নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মনোনয়পত্র দাখিল করতে হবে আগামী ২৫ নভেম্বরের মধ্যে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ নভেম্বর। এরপর ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাছাইয়ে বৈধ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।