বাগেরহাটে ট্রাকের ধাক্কায় মোটরবাইক চালক নিহত
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় বিকাশ হালদার (২৫) নামের এক মোটরবাইক চালক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার ধরের বাড়ী মান্দার তলা নামক স্থানে এই সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত বিকাশ হালদার বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের কাড়াখালী গ্রামের মনোরঞ্জন হালদারের ছেলে।
বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, বিকাশ হালদার মোটর সাইকেল যোগে নিজ বাড়ি থেকে কাটাখালী যাচ্ছিলেন। ফকিরহাট উপজেলার ধরের বাড়ী মান্দার তলা নামক স্থানে পৌছালে অজ্ঞাত ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে নে নিহত হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।