যাত্রাবাড়ীতে র্যাবের অভিযানে ফেনসিডিলসহ গ্রেফতার-২
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের অভিযানে ৭০১ বোতল ফেনসিডিলসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার; মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ।
সোমবার (০৮ নভেম্বর ২০২১) আনুমানিক ০৭:১৫ ঘটিকা হতে ০৮:০৫ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২১,০৩,০০০/- (একুশ লক্ষ তিন হাজার) টাকা মুল্যের ৭০১ (সাতশত এক) বোতল ফেনসিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মোঃ আলমগীর (৫৮) ও ২। মোঃ আব্দুস সালাম (৬০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি পিকআপ, ০২ মোবাইল ফোন ও নগদ- ৫৫০/- (পাঁচশত পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।