জাতীয় সমবায় দিবসে র্যালি ও আলোচনা সভা
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ৫০ তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬ নভেম্বর উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি মো: মোসলেম উদ্দিন এমপি।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. এনামুল হক। এ সময় থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান এড. ইমদাদুল হক সেলিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় সহকারী পরিদর্শক ফাতেমা খাতুন ও সমবায়ী আল এমরান। এর আগে উপজেলা পরিষদ চত্বর হতে র্যালি বের করা হয়।