দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত
এস.এম রফিকুল ইসলাম রফিক, (দুর্গাপুর) :
”বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে ৬ নভেম্বর শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ এর আয়োজনে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন’র মাধ্যমে দিবসের সুচনা করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সোমেস্বরী হল রুমে তথ্য আপা ফারজানা ইসলাম’র সঞ্চালনায় নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসান’র সভাপতিত্বে বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন শীর্ষক প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তব্যদেন উপজেলা সমবায় অফিসার বিজন কান্তি ধর। অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্যদেন সহকারী কমিশনার(ভূমি)মোঃ আরিফুল ইসলাম, খামার ব্যবস্থাপক গোপাল চন্দ্র দাস, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক, খামারী সুজিত দ্রং প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ও ওসি শাহ্ নুর-এ আলম। পরিশেষে উপজেলার সফল খামারী হিসাবে ইউনিটি মাল্টিপারপাস কো-অপারেটিব সোসাইটি, সিমসাং কো-অপারেটিভ ক্রেডিট ই্উনিয়ন লিঃ, বিজয়পুর বাঐপাড়া খাল-পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ ও দুর্গাপুর পৌর মৎস্যজীবি সমবায় সমিতি লিঃ’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।