শিরোনাম

South east bank ad

রংপুরে দ্বিতীয় দিনেও বন্ধ বাস-পণ্য পরিবহন, চরম ভোগান্তিতে মানুষ

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :

ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে বাস-ট্রাক চলাচল বন্ধ রাখায় রংপুর বিভাগীয় শহরের যাত্রীসহ সংশ্লিষ্টরা চরম বিপাকে পড়েছে।

শনিবার (৬ নভেম্বর) ধর্মঘটের দ্বিতীয় দিনও রংপুর থেকে কোন দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। বিশেষ করে ঢাকাগামী ও আন্তঃজেলার অর্ধশতাধিক রুটে চলেনি কোন বাস। আগাম টিকেট নিয়ে যারা নগরীর বিভিন্ন বাসস্ট্যান্ডে এসেছেন তারা পড়েছেন বিপাকে।

এর আগে শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে বাস-ট্রাক চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন গুলো। ফলে সারা দেশের সাথে বন্ধ রয়েছে রংপুরের বাস চলাচল। একইভাবে সারা দেশের সাথে পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তেলের দাম বৃদ্ধিতে ভাড়া সমন্বয় না হওয়া পর্যন্ত শুক্রবার থেকে রংপুরের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় বাস মালিকরা।

ঢাকায় যাওয়ার অগ্রিম টিকেট কেটে বাস স্ট্যান্ডে এসে বাস চলাচল করবে না জেনে তীব্র ক্ষোভ প্রকাশ করে গৃহবধূ জাহানারা বেগম বলেন, সরকার ডিজেলের দাম বৃদ্ধি করে আমাদের মতো মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের আবারও বিপদে ফেললেন। আবার ভাড়া বাড়বে, বাড়তি টাকা আমরা কোথায় পাবো।

বাস চালক জব্বার মিয়া বলেন, এটি আমাদের অস্তিত্বের লড়াই। জ্বালানি তেলের যে অস্বাভাবিক দাম বাড়ানো হয়েছে, তাতে বাস চালানো কঠিন হবে। শনিবার সকালে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল গিয়ে দেখা গেছে টার্মিনাল থেকে কোন বাস বা ট্রাক চলাচল করছেনা। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও রংপুর জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মসিউর রহমান রাঙ্গা বলেছেন ডিজেলের দামবৃদ্ধি সরকারের আত্মঘাতী সিদ্ধান্ত। আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। যেহেতু সড়কপথের ওপর অনেকটাই নির্ভরশীল দেশের অর্থনীতি।

বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

রাঙ্গা বলেন, হঠাৎ করে কেরোসিন ও ডিজেলের দাম বাড়ানোর কারণ ও এর সমাধানের বিষয়ে জানতে এরই মধ্যে মালিক সমিতির পক্ষ থেকে তিনটি চিঠি মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: