শিরোনাম

South east bank ad

নৌকার সমর্থকদের উপর হামলায় ৬'শ জনের নামে মামলা

 প্রকাশ: ০৬ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

বরগুনা সদর উপজেলার ৯ নং এম বালীয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকদের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার সকালে বরগুনা সদর থানায় মামলাটি দায়ের করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসিরের ভাই ছগীর হোসেন।

এ ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলায় ৬৪ জনের নাম উল্লেখ করে আরও ৬'শ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

মামলাসূত্রে জানা গেছে- বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে নির্বাচনী পথসভা শেষে কর্মীদের নিয়ে বাড়িতে ফিরছিলেন এম বালীয়াতলী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির। এসময় তিনি এবং তার কর্মীদের উপর দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে কয়েক দফা হামলা চালায় তার প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদলের কর্মীরা।

এর আগে সন্ধ্যায় নাসিরের কর্মীদের উপর আরেক দফা হামলার অভিযোগ এম এ বারী বাদলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। কয়েক দফা হামলায় নৌকা প্রতীকের ১৬ জন কর্মী ও সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।

হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নাসিরের কর্মী কামাল বলেন- আওয়ামী লীগ মনোনীত প্রাথীর সাথে তার বাড়ি যাওয়ার সময় স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদলের লোকজন আমাদের উপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। অতর্কিত এ হামলায় আমরা এদিক ওদিক ছোটাছুটি করি। এসময় বাদলের লোকেরা আমার পায়ে দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

এ বিষয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম নাসির বলেন- হামলার ঘটনায় ৬৪ জনের নাম উল্লেখ করে ৬০০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মামলার সকল আসামীদের গ্রেফতার করতে না পারলে এম বালীয়াতলী ইউনিয়নে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে না। পুলিশের উপস্থিতিতে এই হামলা হয়েছে। পুলিশ আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী এম এ বারী বাদলের মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেছেন না।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে,এম, তারিকুল ইমলাম জানান- ঘটনার পরপরই ওই ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বরগুনা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। হামলার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। শান্তিপূর্ণ নির্বাচন বাস্তবায়ন করতে যা যা করনীয় তাই করবে পুলিশ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: