মেম্বার প্রার্থী সাজ্জাদুর রহমান এর নির্বাচনী গণসংযোগ
আব্দুর রহমান, (নেত্রকোনা) :
আগামী ১১ই নভেম্বর নেত্রকোনা ১০ নং রৌহা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে এলাকায় জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারনা। চেয়ারম্যানদের পাশাপাশি বসে নেই মেম্বার প্রার্থীরা।
আজ শুক্রবার ৫ নভেম্বর বিকেল ৩ টায় একটি বিশাল নির্বাচনী গণসংযোগ বের করে ১০ নং রৌহা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ সাজ্জাদুর রহমান ।
গণসংযোগটি তার নিজ এলাকা থেকে বের হয়ে ১০ নং রৌহা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তার নির্বাচনী বিভিন্ন এলাকা ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় গণসংযোগে নির্বাচনী এলাকার প্রায় হাজারো মানুষ অংশ নেয়।
এসময় মেম্বার প্রার্থী সাজ্জাদুর রহমান বলেন, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী এলাকার ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছি। সকলেই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আশা করছি। আর বিশেষ করে আজ আমার গণসংযোগ দেখে আমি আবেগ আপ্লুত, ইউনিয়নের মানুষ আমাকে এতো ভালোবাসে আমি বুঝতে পারিনি, আমার শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও ১০ নং রৌহা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মানুষের পাশে থাকবো।
তিনি আরো বলেন, আমি জয়যুক্ত হলে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাবো। এছাড়াও নতুন প্রজন্মের প্রার্থী হিসেবে নবীন-প্রবীনদের সমন্বয়ে মাদক, জোয়া, ভুমিদস্যুমুক্ত সুশৃংখল ওয়ার্ড গড়ার প্রত্যাশা করছি।