ঝালকাঠিতে চলছে পরিবহন ধর্মঘট, ভোগান্তিতে জনসাধারণ
মোঃ রাজু খান, (ঝালকাঠি) :
ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশের সাথে ঝালকাঠিতেও চলছে পরিবহন ধর্মঘট। শুক্রবার সকাল ৬টা থেকে শুরু হয় এই ধর্মঘট। ঝালকাঠির আন্তজেলা সড়কের ৮টি রুটসহ গ্রামীন জনপদের সড়কেও ডিজেল চালিত সব ধরনের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। পরিবহন বন্ধ থাকায় সকাল থেকেই যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সকালে বাসস্ট্যান্ডে ঘুরে দেখা যায়, ঝালকাঠি থেকে যাতায়াতকারী দূরপাল্লার সব ধরনের বাস সারিবদ্ধ করে রাখা হয়েছে। বাস না পেয়ে অনেককেই দেখা গেছে বিকল্প উপায় খুজে নিতে। আর এ সুযোগে অবৈধ নসিমন, করিমন, ভটভটি, অটোরিক্সা, ইজি বাইক, রেন্টে মটোর সাইকেলের চাপ বেড়েছে মহাসড়কে। শহরের প্রবেশদ্বার কৃষ্ণকাঠি পেট্রোলপাম্প ও কলেজ মোড়ে অটো রিক্সা ও ইজিবাইকের দখলে রাস্তা আটকে জ্যামের সৃষ্টি হয়েছে। বিআরটিসি বাস চললে তা যাত্রীদের জন্য পর্যাপ্ত ও যথেষ্ট না।