শিরোনাম

South east bank ad

প্রবাস ফেরত ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টায় বড়ভাই আটক

 প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :

হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাস ফেরত ছোট ভাইকে ধারালো দেশীয় অস্ত্র রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার দায়ের করা মামলায় বড়ভাই আফরুজ আলী (৪২) কে আটক করেছে পুলিশ। ৪ নভেম্বর দুপুরে চুনারুঘাট থানার এসআই আব্দুল মোতালিবের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গোবরখলা থেকে তাকে আটক করা হয়। আটক আফরোজ আলী উপজেলার সদর ইউনিয়নের মধ্য নরপতি এলাকার আশ্রব উল্ল্যার ছেলে।

মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, দুই ভাইয়ের মধ্যে বাড়ির সীম- সীমানা নিয়ে পুর্বের বিরোধ ছিল। গত ২১ অক্টোবর শাহেদ ডুবাই থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। এসে গত ৩০ অক্টোবর বাড়ির সীমানার বাউন্ডারি ওয়াল নির্মানের কাজ করছিলেন। বাউন্ডারি ওয়াল নির্মাণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে গত ৩০ অক্টোবর দুপুরে প্রবাসী শাহেদ তার বাড়ির সীমানা ওয়াল নির্মাণ কাজ করাবস্থায় পুর্ব পরিকল্পিতভাবে আফরোজ ও তার ছেলে রিয়ন দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, রড, শাবল দিয়ে শাহেদের উপর হামলা চালায়। এমনকী আফরুজের মেয়ে ঐশি পানিতে মরিচের গুঁড়ো মিশিয়ে শাহেদের ক্ষতস্থানে ছিটাইয়া দেয়। এসময় শাহেদের শোর চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট রেফার্ড করেন। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ৩১ অক্টোবর আশঙ্কাজনক ঢাকা পাঠানো হয়। এদিকে এলাকাবাসীর উপস্থিতির টের পেয়ে আফরুজ আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা একটি রামদা ও শাবল উদ্ধার করেন । বর্তমানে শাহেদ ঢাকায় আজগর আলী প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এঘটনায় আজ বৃহস্পতিবার সকালে শাহেদ আলীর স্ত্রী চৌধুরী শাওলীন আফসানা লুনা বাদী হয়ে আফরোজ আলীকে প্রধান আসামীকে দিয়ে ৪ জনের নাম উল্লেখ করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা হলেন: আরুজ আলীর স্ত্রী নাজমা, ছেলে রিয়ন ও মেয়ে ঐশি। শাহেদ আলীর স্ত্রী চৌধুরী শাওলীন আফসানা লুনা জানান, রামদার কোপে তার মাতার তালুতে হাড় পাটা রক্তাক্ত জখম ও শাবুলের আঘাতে ডান চোখ নষ্ট এবং পায়ে রামদার একাধিক কোপ থাকায় অনেক রক্তকরণ হয়েছে। এজন্য তাকে উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। তিনি প্রশাসনের সহযোগীতা ও সকলের কাছে দোয়া ছেয়েছেন।

আটকের বিষয়টি নিশ্চিত করেন ওসি মোঃ আলী আশরাফ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: