সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান
সোহেল কান্তি নাথ, (বান্দরবান) :
বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন, সোলার প্যানেল, ছাগল, কৃষি যন্ত্রপাতি এবং পানি সেচের মেশিন প্রদান করেছে করা হয়েছে। সোমবার (১ নভেম্বর) সকালে বান্দরবান, আলীকদম, রুমা, নাইক্ষ্যংছড়ি ও বলিপাড়া সেনা জোনের যৌথ উদ্যোগে এসব মানবিক সহায়তা প্রদান করা হয়। বান্দরবান সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ৭৫টি পরিবারের মাঝে ১১টি কৃষি যন্ত্রপাতি, ২টি পানি সেচের মেশিন, ২৭টি ছাগল, ১টি গরুর বাছুর, ১টি হস্তচালিত তাঁত, ৮টি সোলার প্যানেল, ২৪টি সেলাই মেশিন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান সেনা জোন কমান্ডারসহ সেনাকর্মকর্তা ও ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পার্বত্য অঞ্চলে আমরা অপারেশন উত্তরণ দায়িত্ব পালনের পাশাপাশি এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে মানবিক সহযোগীতা প্রদান করে থাকি। দুর্গম এলাকার মানুষের জীবিকার ব্যবস্থা করাই আমাদের মূল লক্ষ্য।
তিনি বলেন, আমরা সকলকে নিরাপত্তার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রায় পার্বত্য অঞ্চলের সকলকে সামিল করতে চাই। দুর্গম পাহাড়ে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে সাবলম্বী করতে তাদের প্রয়োজনীয় সামগ্রী দিতে পেরে আমরা আজ অনেক আনন্দিত এবং ভবিষৎ এ এই ধরনের সহযোগীতা অব্যহত থাকবে বলেও জানান তিনি।