ভ্যাটিক্যান সিটিতে স্থান পেয়েছে আসাফের তোলা ৪০টি ছবি
রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :
ইতালির ভ্যাটিক্যান সিটিতে স্থান পেয়েছে জয়পুরহাট জেলার আক্কেলপুর পৌর সদরের বাসিন্দা সামছুল আজমের ছেলে আন্তর্জাতিক পুরষ্কার বিজয়ী আসাফ উদ দৌলার তোলা একক ৪০টি ছবি। ইতালির ভ্যাটিক্যান সিটিতে ৩১ অক্টোবর ছবি প্রদর্শনী শুরু হয়েছে এবং প্রদর্শনীটি চলবে ৮ নভেম্বর পর্যন্ত।
ছবি প্রেমি আসাফ উদ দৌলার সাথে যোগাযোগ করলে তিনি জানান, ইউরোপ মহাদেশে তার তোলা ছবির এটি ২য় বার প্রদর্শনী। ১ম বার ২০১৮ সালে ইতালির তেরেন্তোতে রিলিজিয়ন টুডে ফেস্টিবলে তার ৩৩ টি ছবি প্রদর্শিত হয় ও বর্স সেরা পুরষ্কার হিসাবে পুরস্কৃত হোন তিনি। এবছর করোনার কারণে যেতে না পারলেও তিনি আনুষ্ঠানিকতার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হবেন।
ইতালির ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে বিশেষ বছর উদযাপন উপলক্ষ্যে অড়োরা ভিশনের আয়োজনে পজেটিভ বাংলাদেশকে তুরে ধরার জন্য “ইমোশন টু জেনারেট চেঞ্জ” নামে এই ছবিগুলো প্রদর্শনী হবে। আসাফ উদ দৌলার অনুপস্থিতিতে ছবি প্রদর্শনীর সার্বিক তত্বাবোধান করছেন ইতালির চলচিত্র পরিচালক লিয়া বেলট্রামি।
আসাফ উদ দৌলা আরো জানান, যেতে না পেরেও খুব ভালো লাগছে। এই ভেবেই যে অন্তত নিজের ছবির মাধ্যমে প্রাকৃতিক সুন্দর্য ও অউন্নত দেশ হতে উন্নয়নের দিকে দেশ এগিয়ে যাচ্ছে এটা তুলে ধরার চেষ্টা করেছি। আমার সুজলা সুফলা এ দেশের মাটি ও মানুষের ছবি যারা বাংলাদেশকে দেখেনি এবং চিনে না তারা এই ছবি গুলোর মাধ্যমে বাংলাদেশকে চিনবে আবারো। আমার এতেই সার্থকতা, নিজের দেশের জন্য আমার সামান্য কন্ট্রিবিউশান। সবাই আমার জন্য দোয়া করবেন।