মহানবীকে কটূক্তির মামলায় রাজশাহীর আদালতে ৩ আসামির ১০ বছরের সাজা
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
পাবনার আতাইকুলায় মহানবী হযরত মুহাম্মদ (স.) কে নিয়ে কটূক্তি করার ঘটনায় দায়েরকৃত মামলায় ৩ আসামির ১০ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন রাজশাহীর সাইবার ট্রাইবুনাল আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। সোমবার (০১ নভেম্বর) দুপর আড়াইটার দিকে সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন- আমিনুল এহসান, জহিরুল ইসলাম ও খোকন।
রাজশাহী সাইবার ট্রাইবুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা জানান, ২০১৩ সালের ২ নভেম্বর রাজীব নামের এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে মহানবীকে নিয়ে কটূক্তি করে ছবি আপলোড করা হয়। এতে মুসলিমরা হিন্দু ধর্মাবলম্বী রাজীবের বাড়িতে হামলা, ভাংচুর করে আগুন দেয়। পরে পুলিশ বাদি হয়ে এঘটনায় ৫৭ ধারায় মামলা করে।
তিনি আরও জানান, আসামি আমিনুল তার ফটোকপির দোকান থেকে মহানবীকে কটূক্তি করা ছবি ফটোকপি করে বিক্রি করেন। আরেক আসামি খোকন, জহুরুলের কম্পিউটারের দোকান থেকে হিন্দু ধর্মাবলম্বী রাজীবের ফেসবুকে তা আপলোড করে প্রচার করেন। মামলার অন্যতম আসামি আমিনুল আদালতে ১৬৪ ধারায় এ বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এরপর ওই বছরের ৩ নভেম্বর পুলিশ ১০ জনের বিরুদ্ধে চার্জশীট দেয়।
অ্যাডভোকেট ইসমত আরা জানান, চাঞ্চল্যকর এ মামলাটি ঢাকা সাইবার ট্রাইবুনাল আদালতে বিচার কাজ শুরু হয়। পরে ওই বছরের ১১ নভেম্বর মামলাটি বিচারের জন্য রাজশাহী সাইবার ট্রাইবুন্যাল আদালতে স্থানান্তর করা হয়। পরে আদালতে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। সাক্ষগ্রহণ ও যুক্তিতর্ক শেষে সোমবার দুপুরে বিচারক জিয়াউর রহমান ওই তিন জনকে কারাদ- দেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ৭ জনকে বেকসুর খালাস দেন।