ভুয়াপুরে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত-মাসুদ
মো.আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল) :
টাঙ্গাইলে ভুয়াপুর উপজেলায় নিকরাইল ইউনিয়নের উন্নয়নের কাজ করতে চায় মো.মাসুদুল হক মাসুদ। এমন একজন ব্যাক্তি যিনি সকল বাধা প্রতিবন্ধকতা ডিঙিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন । সমগ্র বিশ্ব যখন করোনা ভাইরাস সংক্রমণের ভয়াল গ্রাসে আক্রান্ত সেই সময় থেমে না থেকে দিনরাত নিজ জীবনের ঝুকি নিয়ে এলাকায় বিভিন্ন সেবামূলক ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে যিনি সাধারণ মানুষের কাছে প্রসংশিত হয়েছে। নিকরাইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসাবে আওয়ামিলীগের মনোনয়ন প্রত্যাশী ।
জানা যায় মাসুদুল হক মাসুদ নিজেকে দীর্ষ সময় ইউনিয়নবাসীর জন্য উৎসর্গ করেছেন । হতদরিদ্র দিনমজুর, কৃষক, শ্রমিক, বিধবা নারীসহ নিম্ন আয়ের দরিদ্র জনগোষ্ঠীকে নিজ অর্থায়নে আর্থিক সহায়তা দিয়ে দুর্ভোগ কমানোর লক্ষ্যে সকল ধরনের কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে ।
স্থানীয় আলীম,বাছেদ, কায়ছার,রহিম,হাসমত, রফিক,আব্দুর রহমান জানান, জনপ্রতিনিধি তো এমনই হওয়া উচিত যিনি দিন-রাত সব সময় মানব সেবামূলক কাজ করবেন। নিজেকে সব সময় ব্যতিব্যস্ত রেখে সাধারণ মানুষের সেবায় বিলিয়ে দিয়ে সাধারণ মানুষের মাঝে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত নিকরাইল ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক মো.মাসুদুল হক মাসুদ ।
নিকরাইল ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান পাবেল বলেন ,আওয়ামিলীগের সাধারন সম্পাদক মো.মাসুদুল হক মাসুদ মনোনয়নের জন্য দীর্ঘ দিন ধরে ইউনিয়নে কাজ করছে । তিনি সৎ,নিষ্ঠাবান,যোগ্য দীর্ঘদিন রাজনীতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত থেকে সামাজিক উন্নয়ন করে চলছে । শুধু তাই না বৈশি^ক মহামারি করোনা সময় এলাকার মানুষের পাশে এসে দাড়িয়েছে এই তরুন নেতা।
মাটি কাটা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো.জুরান আলী মন্ডল বলেন তরুন এই নেতা মাসুদ নির্বাচনমুখী কর্মকান্ডকে ইতিবাচক বলে মনে করছেন । তিনি মনোনয়ন পেলে এলাকার উন্নয়ন হবে।
নিকরাইল ইউনিয়ন আওয়ামিলীগে সাধারন সম্পাদক তরুন এই নেতা মো.মাসুদুল হক মাসুদ বলেন আমি মনোয়নের আশাবাদি। সেই সাথে নির্বাচনের মাঠে সাড়া জাগানোর চেষ্টায় আছি । ছোট বেলায় থেকে আমি সমাজের মানুষর জন্য কিছু করতে আগ্রহী ছিলাম । সেই থেকেই ভুয়াপুর শমসের ফকির ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাথে সক্রিয় । তিনি মনে করেন নিকরাইল ইউনিয়নের জনগনের কাছে রয়েছে তার স্বচ্ছ ভাবমৃর্তি ও দলের প্রতি কমিটেড ।
নিকরাইল ইউনিয়ন আওয়ামিলীগে সাধারন সম্পাদক তরুন এই নেতা মো.মাসুদুল হক মাসুদ বলেন আমি মনোয়নের আশাবাদি। সেই সাথে নির্বাচনের মাঠে সাড়া জাগানোর চেষ্টায় আছি । ছোট বেলায় থেকে আমি সমাজের মানুষর জন্য কিছু করতে আগ্রহী ছিলাম । সেই থেকেই ভুয়াপুর শমসের ফকির ডিগ্রি কলেজের ছাত্রলীগের সাথে সক্রিয় । তিনি মনে করেন নিকরাইল ইউনিয়নের জনগনের কাছে রয়েছে তার স্বচ্ছ ভাবমৃর্তি ও দলের প্রতি কমিটেড ।