শিরোনাম

South east bank ad

দিনের প্রথমে বঙ্গবন্ধু জিমন্যাস্টিকসে রূপা জিতল বাংলাদেশ

 প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

স্টাফ রির্পোটার :

বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশীপ ২০২১ এর পদকের লড়াইয়ে শেষ দিনের প্রথমে জুনিয়র পুরুষ ফ্লোর ইভেন্টে ১২.১০০ স্কোর গড়ে রূপা জিতল বাংলাদেশের রাজিব চাকমা। যা এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সর্বোচ্চ অর্জন।

শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উজবেকিস্তানের বয়সারাভ আলিশের ১২.৫০০ স্কোর করে সোনা এবং ভারতের প্রনব কুশওয়াহা ১২.০৬৭ স্কোর করে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।

এরআগে মহিলা জুনিয়ের টিম ইভেন্টে ব্রোঞ্জ এবং মহিলাদের ব্যক্তিগত ভোল্টিং টেবিল ইভেন্টে ১২.৪২ স্কোর গড়ে ব্রোঞ্জ পদক জেতেন বাংলাদেশ এর বনফুলি চাকমা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: