সাটুরিয়ায় সন্ত্রাসী হামলায় আহত- ৫
সাব্বির হোসেন সাইফুল, (মানিকগঞ্জ) :
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার গ্রামে শুক্রবার সকালে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা পরিবারের নারীসহ আহত ৫ ব্যক্তি। এ বিষয়ে জানা যায় জানা যায়, সাভার গ্রামের তাঁতী লীগ নেতা মোঃ দাউদ হাসান লাভলু এবং বরাইদ ইউনিয়ন যুবলীগ সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেনের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় মোঃ দেলোয়ার হোসেন(৩৭) এবং মোহাম্মদ জয়নাল আবেদীন এর স্ত্রী মনোয়ারা বেগম (৫৫) কে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা মাথায় আঘাত করে মারাত্মক জখম করে, আহতদেরকে প্রথমে মানিকগঞ্জ (২৫০) শয্যা বিশিষ্ট হাসপাতাল নেওয়া হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য দেলোয়ার এবং মনোয়ারাকে ঢাকায় পাঠানো হয় । এ ছাড়া নাসিমা বেগম (৩০) লাভলী আক্তার(৩০) এবং হামেলা বেগম চিকিৎসাধীন রয়েছে।
সন্ত্রাসী হামলার বিষয়ে অভিযুক্ত ব্যক্তির সাথে কথা হলে ইউনিয়নের যুবলীগ সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, হামলায় আমাদেরও পাঁচজন আহত হয়েছে।
এ হামলার বিষয়ে বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ জানান, দুটি পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের, এ বিষয়ে আমরা একটি সমাধান করে দিয়েছিলাম যা বাস্তবায়ন হয়নি, অপরদিকে সাটুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘটে যাওয়া বিষয়টি উভয়পক্ষ আমাকে জানালে তাৎক্ষণিকভাবে আমি ফোর্স পাঠিয়েছি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।