শিরোনাম

South east bank ad

বগুড়া সারিয়াকান্দিতে ভাগ্নের হাতে খালু খুন

 প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়া সারিয়াকান্দি উপজেলার দুর্গম চরে ছাগল ফলজ গাছ খাওয়াকে কেন্দ্র করে সাহেব আলী (৪৮) নামে একজন নিহত হয়েছেন। বুধবার (২৭ অক্টোবর) রাত ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে তিনি মারা যান।

সাহেব আলী উপজেলার বোহাইল ইউনিয়নের দক্ষিণ শংকরপুর চরের লোকমান আলীর ছেলে।

সারিয়াকান্দি থানার চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের লাশ তার বাড়ি থেকে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উদ্ধার করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাহেব আলীর ছাগল তার ভায়রা আফতাব আলীর ফলজ গাছ খেয়ে গেলে। এনিয়ে দুপুর আড়াইটায় দুজনের মধ্যে বাকবিতন্ডতা শুরু হয়। একপর্যায়ে আফতাব আলীর ছেলে মমিন লাঠি দিয়ে তার খালুর মাথায় গুরুতর আঘাত করেন। পরে স্থানীয়রা সাহেব আলীকে উদ্ধার করে প্রথমে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে জামালপুর জেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীসময়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেও অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে বুধবার রাতে তিনি মারা যান।

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, মঙ্গলবারে ছাগল গাছ খাওয়াকে কেন্দ্র করে সাহেব আহত হয়ে বুধবার রাতে তিনি মারা যান। ঘটনাস্থল একদম দুর্গম চরে। আমরা লাশ উদ্ধার করে নৌকা যোগে ময়নাতদন্তের জন্য নিয়ে আসছি। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি৷

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: