ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ
সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :
দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পটুয়াখালীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার সকালে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলার ৪টি উপজেলার ১৯টি ইউনিয়নে ৮৭ জন চেয়ারম্যান প্রার্থী, ১৯৯জন সংরক্ষিত নারী সদস্য এবং ৬৫৩ জন সাধারন ইউপি সদস্য প্রার্থীকে বৈধ ঘোষনা করে পছন্দের প্রতীক বরাদ্দ দেয়া হয়।
সদর উপজেলা নির্বাচন অফিসার খালিদ বিন রউফ প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেন। এই সময় নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তাসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তা, প্রার্থী ও সমর্থকগন উপস্থিত ছিলেন। আগামী ১১ নভেম্বর ২য় দফায় ইউপি নির্বাচনে পটুয়াখালীতে ১৯ টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।