বিসিএস’এ উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন ওসি
এম.এস রিয়াদ, (বরগুনা) :
আমতলী থানার পক্ষ থেকে ৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ ৫ জনকে ও তাদের গর্বিত পিতা-মাতাকে মিষ্টি মুখ করিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বরগুনার আমতলী উপজেলায় এ ৫ কৃতি শিক্ষার্থী বিসিএস পরীক্ষায় সদ্য উত্তীর্ণ হওয়ায় পাঁচ প্রার্থীর বাড়ি বাড়ি ফুল ও মিষ্টি নিয়ে হাজির হয়ে এমন চমকপ্রদ অভিনন্দন জানিয়েছেন আমতলী থানার (ওসি) শাহ আলম হাওলাদার ।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওসি শাহ আলম হাওলাদার আমতলী পৌরসভার বিসিএস(স্বাস্থ্য) পরীক্ষায় উত্তীর্ণ ৪২ তম বিসিএস (স্বাস্থ্য) প্রার্থী লুনা বিনতে হক, কাঙ্ক্ষিতা মন্ডল তৃনা, মোঃ তাওহীদুল ইসলাম, মোঃ কাওসার হোসেন ও মোসাঃ সুরাইয়া আকতার (মনি)।
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থীর বাড়িতে প্রার্থীর গর্বিত পিতা-মাতাকে ফুল ও মিষ্টি দিয়ে অভিনন্দন জানান।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার জানান- বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য খাতে এক উপজেলায় ৫ জন উত্তীর্ণ হওয়ার বিষয়টি অত্যন্ত গৌরবময়।
বিষয়টি জেনে আমি খুবই খুশি হয়েছি এবং তাদের গর্বিত পরিবারকে নিজ উদ্যোগে অভিনন্দন জানাতে মিষ্টি ও ফুল নিয়ে তাদের বাড়িতে হাজির হয়েছি। আশা করব দেশ ও জাতি তাদের মাধ্যমে কাঙ্খিত সেবা পেয়ে ধন্য হবেন।