ডাসারে সাপের কামড়ে বিজিবি সদস্যের মৃত্যু
আরাফাত হাসান, (মাদারীপুর) :
মাদারীপুরের ডাসারে বিষধর সাপের কামড়ে মিনহাজুল ইসলাম জামাল-(৩৩) নামে একজন বিজিবি সসদস্যের মৃত্যু হয়েছে। সেমাবার দিবাগত গভীররাতে উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের মোঃ জলিল মোল্লার ছেলে বিজিবি সদস্য মিনহাজুল ইসলাম কিছুদিন পূর্বে বাড়িতে ছুটিতে আসেন। সে গতকাল সোমবার সন্ধ্যায় তার নিজ পুকুর পাড়ে যান। এসময় তাকে একটি সাপে কামড় দেয়। ঘটনাটি জেনে স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রোগীর বেগতিক অবস্থা দেখে রাত ১২টার দিকে কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কাজীবাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরমোহাম্মদ হাওলাদার বলেন, বিজিবি সদস্য মিনহাজুল ইসলামকে সাপে কামড় দিলে সে মাড়া যায়।