সিনহা হত্যার ষষ্ঠ দফায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু
স্টাফ রির্পোটার :
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ষষ্ঠ দফায় আজ মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এদিন সকাল সাড়ে ১০টায় এই মামলার বিচারিক কার্যক্রম কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে শুরু হয়। এর আগে সকাল ৯টায় ওসি প্রদীপসহ এই মামলার ১৫ জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে আসা হয়।
আজ মোবাইল অপারেটর গ্রামীণ ও রবি কোম্পানির কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মেজর (অব.) সিনহা হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। এর আগে গতকাল সোমবার এই মামলায় আটজন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ পর্যন্ত চাঞ্চল্যকর এই হত্যা মামলায় গতকাল পর্যন্ত মোট ৪৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, আজ মঙ্গলবার মেজর (অব.) সিনহা হত্যা মামলার ষষ্ট দফায় দ্বিতীয় দিন সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সিনহার মরদেহ থেকে উদ্ধার গুলি ও জব্দ করা বিভিন্ন মালামালের রাসায়নিক পরীক্ষা যারা করেছেন তাদের মধ্যে সিআইডির রাসায়নিক পরীক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, পিংকু পোদ্দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা আদালতে সাক্ষ্য দেবেন।
এ ছাড়াও মোবাইল অপারেটর কোম্পানি রবি ও গ্রামীণের কর্মকর্তা সৈকত আহমেদ শিপলু এবং আহসানুল হক আজ আদালতে সাক্ষী দেবেন। তিনি জানান, আজ দ্বিতীয় দিন এই মামলায় মোট ১৭ জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়েছে।
গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।