শিরোনাম

South east bank ad

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড সাকিবের

 প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাকিব আল হাসান আর রেকর্ড—এ যেন একই সূত্রে গাঁথা। মাঠে নামলেই রেকর্ডে নাম লেখান এ বাংলাদেশি ক্রিকেট তারকা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার ব্যতিক্রম ঘটেনি। বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচে মাঠে নেমেই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েন সাকিব। এরপর নিজের ঝুলিতে আরেকটি রেকর্ড জমা করেন তিনি। যে রেকর্ডে সাকিব আল হাসানই এখন সেরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি গড়েছেন সাকিব। এতদিন ধরে এ রেকর্ড দখলে রাখা পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিকে টপকে গেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

এতদিন টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে একাই ছিলেন আফ্রিদি। ৩৪ ম্যাচ খেলে ৩৯ উইকেট নিয়েছেন তিনি। গত ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ উইকেট নিয়ে আফ্রিদিকে স্পর্শ করেন সাকিব। গত রোববার ছাড়িয়ে গেলেন আফ্রিদিকেও। শ্রীলঙ্কার বিপক্ষে দুইটি উইকেট নিয়ে এ রেকর্ডের চূড়ায় বসলেন বাংলাদেশি এই তারকা।

৩৪ ম্যাচ খেলে এত দিন শীর্ষস্থানে ছিলেন আফ্রিদি। ২৯ ম্যাচেই তাকে টপকে গেলেন সাকিব। বর্তমানে বিশ্বকাপে সাকিবের উইকেটের সংখ্যা ৪১টি। ৩৯ উইকেট নিয়ে তালিকায় দ্বিতীয়তে আছেন আফ্রিদি।

৩১ ইনিংসে ৩৮ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন লাসিথ মালিঙ্গা। ২৩ ম্যাচে ৩৬ উইকেট নিয়ে চারে আছেন সাইদ আজমল। ৩৫ উইকেট নিয়ে পাঁচে আছেন অজন্থা মেন্ডিস।

চলতি বিশ্বকাপে ৪টি ম্যাচ খেলে এখন পর্যন্ত ১১টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এর মধ্যে প্রথম পর্বে নিয়েছেন ৯টি। আর লঙ্কানদের বিপক্ষে কাল নিয়েছেন দুইটি। আর দেশের হয়ে টি-টোয়েন্টিতে এখন সাকিবের মোট উইকেট সংখ্যা ১১৭টি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: