শিরোনাম

South east bank ad

বরগুনার এম.বালিয়াতলীতে নির্বাচনের আগেই সহিংসতার আশঙ্কা

 প্রকাশ: ২৪ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

বরগুনা সদর উপজেলার ৯ নং বালিয়াতলী ইউনিয়নের নির্বাচনের সময়সীমা শেষের দিকে। আগামী মাসের ১১ তারিখে অনুষ্ঠিত হবে সদর উপজেলার এই ইউনিয়নটিতে ভোট যুদ্ধ। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এরইমধ্যে জনগণের মাঝে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান প্রার্থীরা।

ঠিক এই সময়ে নৌকার প্রার্থী এডভোকেট নাজমুল ইসলাম নাসিরের নানা ধরনের হুমকি-ধামকির গুঞ্জনে একই ইউনিয়নের অন্য এক প্রার্থী ও সাবেক চেয়ারম্যান এম এ বারী বাদল রোববার রাত সাড়ে ৮ টার দিকে বরগুনা সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলনে লিখিতভাবে নির্বাচনকে ঘিরে সহিংসতার আশঙ্কার অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত অভিযোগে বলেন- ৯ নং বালিয়াতলী ইউনিয়নের নির্বাচন উপলক্ষে গণসংযোগ, কর্মী বৈঠক সহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা শুরু করেছি। ঐতিহ্যবাহী ও গৌরব গাঁথা এই ইউনিয়নে বিগত দিনে অহিংস এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেছি। কখনোই এর ব্যত্যয় ঘটেনি। ভোটাররা স্বচ্ছভাবে তাদের ভোটাধিকারের মাধ্যমে আমাকে ভোট প্রদান করেছেন।

আমি তিন বার জনগণের ভোটে এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তৃতীয়বারে আমি বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলাম।

আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এম বালিয়াতলী ইউনিয়নের সাধারণ মানুষ বর্তমানে আতঙ্কিত হয়ে পড়েছে। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসিরের একের পর এক হুমকি-ধামকি শহর নানারকম ভয়-ভীতি প্রদর্শন মূলক বক্তব্যে সাধারণ মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। তারা আগামী ১১ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোট প্রদান করতে পারবে কিনা এ নিয়ে সাধারন ভোটারদের মাঝে শঙ্কা দেখা দিয়েছে পুরো ইউনিয়ন জুড়ে ভোট কেটে নেওয়ার গুঞ্জন শুরু হয়েছে।

ইতোমধ্যে ইউনিয়নের মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় আজিজাবাদ স্কুল এবং বানাই ডিএন কলেজ কেন্দ্র দখল করে ভোট কেটে নেওয়ার নানা কৌশল এর খবর পুরো ইউনিয়নের ছড়িয়ে পড়েছে বলেও তিনি তার লিখিত সংবাদ সম্মেলনে অভিযোগ তোলেন।

সেই সাথে এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এম এ বারী বাদলের কর্মীদের ওপর নানা ধরনের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়ার নোটিশ করেছে নৌকা প্রার্থী নাজমুল ইসলাম নাসির।

সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগে আরো উল্লেখ করে বলেন- আমার কর্মীদের গায়ে পড়ে সংঘাত সৃষ্টির চেষ্টা করে আসছে। ঘটনাস্থলে আমি উপস্থিত থাকায় পরিস্থিতি সামলে নিতে সক্ষম হয়েছি। এর পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করায় শান্ত পরিবেশ ফিরে আসে।

নাজমুল ইসলাম নাসিরের আচরণ এবং উস্কানিমূলক বক্তব্যে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশ ধীরেধীরে উত্তপ্ত হয়ে উঠছে। রুটিন অনুযায়ী বাদলের কর্মী সমাবেশে একই দিনে বৈঠক রেখে বিশৃংখলার চেষ্টা চালাচ্ছে নৌকা প্রার্থী নাসির।

সংবাদ সম্মেলন শেষে আওয়ামী লীগ কর্তৃক মনোনীত প্রার্থীর বিপরীতে নির্বাচন করছেন বলে কোন হুমকি আসছে কিনা কিংবা আসতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান প্রার্থী এম এ বারী বাদল বলেন- এখন পর্যন্ত গুঞ্জন শুনছি। তবে এমন হুমকি আসতেই পারে। সুষ্ঠু নির্বাচন ও জনগণের সঠিক ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে প্রশাসন ও নির্বাচন কমিশনের সজাগ দৃষ্টি রাখার বিশেষ অনুরোধ জানান।

এম এ বারী বাদল রাজাকার পরিবারের সন্তান কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- আমি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সেই সাথে মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর আদর্শে লালিত-পালিত পরিবারের সন্তান। মানুষ অভিযোগ তুলতেই পারে। তবে এর সত্যতা যাচাই করার দায়িত্ব মিডিয়াকর্মীদের। তিনি এমন অভিযোগের সত্যতা যাচাইয়ে সঠিক অনুসন্ধানের মাধ্যমে জনগণের সামনে তার পরিচয় তুলে ধরারও অনুরোধ জানান সাংবাদিকদের।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: