শিরোনাম

South east bank ad

আধুনিক রেলস্টেশনের কাজ উদ্বোধন করলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম

 প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ কবীর টিটো, (গফরগাঁও) :

“মুজিব বর্ষ” উপলক্ষে শেখ হাসিনার দর্শন, রেলপথ উন্নয়ন” এই স্লোগান নিয়ে আরাম দায়ক রেল ভ্রমণ নিশ্চিত করণ ও গফরগাঁও রেল স্টেশনকে আধুনিক মডেলের উন্নয়নের লক্ষে বৃহস্পতিবার সকালে গফরগাঁও রেলস্টেশনে উপস্থিত হোন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

গফরগাঁও স্টেশনের যাত্রীসুবিধা বৃদ্ধির করা, প্লাটফর্ম উঁচুকরণ,স্টেশন বিল্ডিং রিনোভেশন,এক্সেসকন্ট্রোল এবং প্লাটফর্ম শেড নির্মাণ কাজের আজ শুভ উদ্বোধন করলেন রেল মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক প্রতি মন্ত্রী ফরিদুল হক খান ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি বাবেল গোলন্দাজ, রেল সচিব সেলিম রেজা,রেলওয়ের মহাপরিচালক ডিএনএ মুজুমদার সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সারা দেশে ৫৫টি মডেল স্টেশনের মধ্যে ময়মনসিংহ ও জামালপুর জেলা ৪টি স্টেশন আধুনিক মডেল স্টেশন, গফরগাঁও, ময়মনসিংহ, জামালপুর, ইসলামপুর বাজার পরিদর্শনের লক্ষে কমলাপুর থেকে বিশেষ ট্রেন যুগে সকাল ১০ টা ২০ মিনিটে গফরগাঁও স্টেশনে পৌঁছে।

এ সময় তিনি স্থানীয় এমপি বাবেল গোলন্দাজ কে সাথে নিয়ে শুভ উদ্বোধন ঘোষনা করেন। রেল সচিব, উপজেলা প্রশাসন, সাংবাদিক ও রেলওয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কয়েক হাজার মানুষ বিপুল উৎসাহে রেলমন্ত্রী কে বরণ করে নেন।

মন্ত্রী বক্তব্যে বলেন, গফরগাঁও স্টেশন হবে আধুনিক রিমডেলের একটি স্টেশন। যা ইতি মধ্যে কাজ শুরু হয়েছে। আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজ শেষ করতে পারব। গফরগাঁও রেল স্টেশনে নতুন রিমডেলিং স্টেশনে অন ডিউটি এস. এম রুম, স্টেশন মাস্টার রুম, বুকিং অফিস, পার্সেল অফিস, ১ম শ্রেণির বিশ্রামাগার, ভিআইপি বিশ্রামাগার, স্টেশনের চারদিকে বাউন্ডারী ওয়াল, প্লাটফরম বর্ধিত করণ ও প্লাটফরম সেট বর্ধিত করণের সুবিধাসহ একটি আধুনিক রেল স্টেশন হবে বলে বক্তব্যে উল্লেখ্য করেন।

তার সাথে সফর সঙ্গী হিসাবে ছিলেন ধর্ম প্রতিমন্থ্রী ফরিদুল হক খান এমপি, উপস্থিত জনতাকে লক্ষ করে বলেন, আপনাদের নেতা মরহুম আলতাফ গোলন্দাজের আমি কাছের মানুষ ছিলাম এবং তার ছেলে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি'র সাথেও আছি। আওয়ামিলীগ সরকারের উন্নয়নের কাজ অব্যাহত থাকবে। তিনি সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার পরমর্শ দেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: