তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক- ১
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের সিংড়ায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে হাত-পা বেঁধে ধর্ষণের অভিযোগে আব্দুল ওহাব (৫০) নামে পোল্ট্রি ফার্মের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।
সিংড়া থানার উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানান, শুক্রবার (১৫ অক্টোবর) সকালে সিংড়া উপজেলার বিয়াস কালিবাড়ি সংলগ্ন একটি পোল্ট্রি ফার্মে মুরগী দেখছিল স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। এসময় ওই ফর্মের কর্মচারী আব্দুল ওহাব শিশুটিকে ধরে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ধাওয়া করে আব্দুল ওহাবকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
পরে নির্যাতিতা শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।