পুলিশ কনস্টেবল ও নায়েকদের "দক্ষতা উন্নয়ন কোর্স" এর সনদপত্র বিতরণ
আজ (৭ অক্টোবর, ২০২১) সকাল ১০টায় আরএমপি ট্রেনিং স্কুলে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী'র সমন্বয় ও পরিচালনায় পুলিশ কনস্টেবল ও নায়েকদের "দক্ষতা উন্নয়ন কোর্স (২য় ব্যাচ)" এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মোহাম্মদ তারিকুল ইসলাম এর সভাপত্বিতে উক্ত অনুষ্ঠানে আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ মজিদ আলী বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) মোঃ সাইফুদ্দীন শাহীন সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ।
উল্লেখ্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পরিচালিত "বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিওিক প্রশিক্ষণ কর্মসূচি” এর অংশ হিসেবে উক্ত কোর্সের আয়োজন করা হয় ।