দেওয়ানগঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। (৬ই অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, এমপি আবুল কালামের প্রতিনিধি মোস্তাকিম বিল্লাহ শিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আহসান হাবীব, কৃষি কর্মকর্তা পরেশচন্দ্র সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, মডেল থানার ওসি তদন্ত আনছার উদ্দিন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা, জন্ম ও মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। শিশু জন্মের পরপরই জন্মনিবন্ধন নিশ্চিত করতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।