শিরোনাম

South east bank ad

ঝালকাঠিতে সাংবাদিক আক্কাস সিকদারের জামিন

 প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি) :

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট আক্কাস সিকদার।

বুধবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এ এইচ এম ইমরানুর রহমান এ জামিন মঞ্জুর করেন। আক্কাস সিকদারের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট নাসির উদ্দিন কবির, অ্যাড. আব্দুল জলিল, অ্যাভোকেট শামীম আলম বাবু ও অ্যাডভোকেট ফয়সাল খানসহ ১৫/২০ জন আইনজীবী।

মামলার বিবরণে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে কমেন্ট করায় গত ২৮ জুলাই রাতে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকা বাদী হয়ে সাংবাদিক আক্কাস সিকদারের নামে ঝালকাঠি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। গত ২৬ আগস্ট হাইকোট আক্কাস সিকদারকে ছয় সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

এই সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়। ৬ সপ্তাহ শেষ হলে গতকাল আককাস সিকদার সংশ্লিস্ট আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: