ফুলবাড়িয়া কলেজে ৬টি পদ শুন্য : পাঠদান বিঘ্নিত
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার প্রাচীতম শিক্ষা প্রতিষ্ঠান ‘ফুলবাড়ীয়া কলেজ’ (অনার্স কলেজ) এ ৬টি পদ শুন্য এবং ১৪ অক্টোবর আরও ১টি পদ শুন্য হবে বলে জানা গেছে। এর মধ্যে ৪জন শিক্ষক ও ২জন প্রদর্শক রয়েছে। শুন্যপদে শিক্ষক নিয়োগ না হওয়ায় পাঠদান বিঘ্নিত হচ্ছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
জানা যায়, ১৯৭২ সালে ফুলবাড়ীয়া কলেজ প্রতিষ্ঠা লাভ করে। ডিগ্রী কলেজ পরবর্তীতে ৭টি বিষয়ে অনার্স কোর্স চালু হয়। বর্তমানে কলেজে প্রায় ৪হাজার ৫শ ছাত্র-ছাত্রীর মধ্যে এইচএসসি ও ডিগ্রীতে ১হাজার ৮০জন শিক্ষার্থী পৌরনীতি তথা রাষ্ট্র বিজ্ঞানে অধ্যয়নরত। ২০১৯ সালে ৫ ফেব্রুয়ারি রাষ্ট্র বিজ্ঞানের সহকারী অধ্যাপক এস.এম আবুল হাশেম, ২০২০সালের ৭ মে হিসাব বিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. ফজলুল হক, ২০২১সালের ৯ জুলাই হিসাব বিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. ইমাম হোসাইন, ২০২০ সালের ৩১ডিসেম্বর মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক মুকলেছুর রহমান, ২০২১ সালের ৯ আগস্ট উদ্ভিদ বিজ্ঞানের সহকারী অধ্যাপক খোদেজা আক্তার, ২০২০সালের ৩১ জানুয়ারি পদার্থ বিজ্ঞানের প্রদর্শক এসএম আবুল মনছুর আহমেদ অবসর গ্রহণ করেন। এ ছাড়া ১৪ অক্টোবর অবসরে যাবেন মনোবিজ্ঞানের প্রদর্শক মো. শহিদুল্লাহ।
জেনারেল পৌরনীতি ও রাষ্ট্র বিজ্ঞানে ১হাজার ৮০জন শিক্ষার্থীর বিপরীতে স্থায়ী শিক্ষক আছেন ১জন। এইচএসসি প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, স্নাতক পর্যায়েও একই অবস্থা। রাষ্ট্র বিজ্ঞানের অনার্স পর্যায়ের শিক্ষকদের দিয়ে কোনমতে চলছে পাঠদান। দ্রুত এসব শুন্যপদে শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান সক্রিয় করার দাবী জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
ফুলবাড়িয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (চ:দা) মো. আমজাদ হোসেন বলেন, সুষ্ঠুভাবে প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে সম্ভব সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবো।