ডুমুরিয়ায় ১৪ ইউনিয়নে ছয় রির্টানিং অফিসার নিয়োগ
শেখ হেদায়েতুল্লাহ, (খুলনা) :
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইনিয়নের আসন্ন নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে ৬জন রির্টানিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ইতোমধ্যে রির্টানিং অফিসারবৃন্দ নির্বাচনী কার্যক্রম সম্পন্নে মাঠ পর্যায়ে কাজও শুরু করেছেন।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, ১০ নম্বর ভান্ডারপাড়া, ১১ নম্বর ডুমুরিয়া ও ১৩ নম্বর গুটুদিয়া ইউনিয়নে রির্টানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস, ৭ নম্বর শোভনা ৮ নম্বর শরাফপুর ও ৯ নম্বর সাহস ইউনিয়নে রির্টানিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা কৃষি অফিসার মো: মোসাদ্দেক হোসেন, ৪ নম্বর খর্ণিয়া ও ১৪ নম্বর মাগুরখালী ইউনিয়নে রির্টানিংক অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: আবু বক্কার সিদ্দীক, ১ নম্বর ধামাীলয়া ও ৩ নম্বর রুদাঘরা ইউনিয়নে রির্টানিং অফিসার হিসেবে রয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফিরোজ আহমেদ, ৫ নম্বর আটলিয়া ও ৬ নম্বর মাগুরাঘোনা ইউনিয়নে দায়িত্ব পালন করবেনউপজেলা সমবায় অফিসার জাহিদুর রহমান, ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন ও ১২ নম্বর রংপুর ইউনিয়নে দায়িত্বপালন করবেন উপজেলা সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস।
ধামালিয়া ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৮২৮জন, রঘুনাথপুর ইউনিয়নে ২১ হাজার ৬১৬, রুদাঘরা ইউনিয়নে ১৯ হাজার ৯৬৩, খর্নিয়া ইউনিয়নে ১৬ হাজার ৭৫১ জন, আটলিয়া ইউনিয়নে ২৬ হাজার ২১১ জন, মাগুরাঘোনা ইউনিয়নে ১৮ হাজার ৩৩৬ জন, শোভনা ইউনিয়নে ১৭হাজার ৪৪৮ জন, শরাফপুর ইউনিয়নে ১৪ হাজার ৪৪৩ জন, সাহস ইউনিয়নে ১৬ হাজার৭৭৩ জন, ভান্ডারপাড়া ইউনিয়নে ১৪ ৮৩২ জন, ডুমুরিয়া ইউনিয়নে ২৩ হাজার ১৩২ জন, রংপুর ইউনিয়নে ১৫ হাজার ৫৫জন, গুটুদিয়া ইউনিয়নে ২০ হাজার ৬৭০ জন এবং মাগুরখালী ইউনিয়নে ১২ হাজার ৯৫ জন।
ডুমুরিয়া উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাস জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। রির্টানিং অফিসারদের নিকট মনোনয়ন পত্র ও ভোটারের সিডি দেয়া হয়েছে। ইতোমধ্যে আয়তন ও ভোটার সংখ্যা অনুপাতে রির্টানিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ভোট কেন্দ্রে দায়িত্বপালনকারীদের তালিকা সংগ্রহহের কাজ চলছে। তাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে। পরে কে কোন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ অণ্যান্য পদে দায়িত্ব পালন করবেন সেটা জানান হবে।