ধান ক্ষেতে মিললো পাখি শিকারীর মরদেহ
শেখ সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর) :
শেরপুরের নকলার কাজাইকাটা গ্রামের একটি ধান ক্ষেতে মিললো শাজাহান (৫০) নামে এক পাখি শিকারীর মরদেহ। পরে তার মরদেহ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।
পাখি শিকারী শাজাহান নকলা উপজেলার চিথলিয়া পূর্বপাড়া এলাকার কালু মিয়ার ছেলে। শনিবার সন্ধ্যায় উপজেলার কাজাইকাটা পূর্বপাড়ার ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানায়, কাজাইকাটা পূর্বপাড়ার কৃষক মোসারফ হোসেন ২ অক্টোবর বিকেলে তার রোপা আমনের ধান ক্ষেতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে নকলা থানা ও চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে সন্ধা সাতটার সময় শাজাহানের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহের পাশে পাখি শিকারের ফাঁদ পাওয়া যায়।
কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়না তদন্ত ছাড়া বলা যাচ্ছেনা বলে জানান নকলা থানার নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ। তবে তার শরীরে বাহ্যিক আঘাতের কোন চিহ্ন প্রাথমিক ভাবে পাওয়া যায়নি। হয়ত স্ট্রোক করেও তার মৃত্যু হেত পারে তিনি।
নিহতের স্ত্রী হেনা আক্তার জানান, শাজাহান (তার স্বামী) কৃষি শ্রমিক ও প্রায় সময় বিভিন্ন জায়গাতে মাছ ও পাখি শিকার করতে যায়। আজ (২ অক্টোবর শনিবার) সকাল ১১টার সময় ফাঁদ নিয়ে পাখি শিকার করতে বের হয়। পরে আর বাড়িতে ফিরেনি। রাতে ফেইসবুকের মাধ্যমে জানতে পারি আমার স্বামী মারা গেছেন। তার মরদেহ থানায় আছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা জানান, আমরা স্থানীয় লোকজনের সংবাদ পেয়ে কাজাইকাটা পূর্বপাড়া এলাকা থেকে ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে পাখি শিকারী এবং পাখি শিকার করতে এসে স্ট্রোক করে।