নাটোরে আশ্রয়ণ কেন্দ্রে ৩৯ বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের লালপুরে আশ্রয়ণ কেন্দ্রের ৩৯ বাড়িতে বিদ্যুৎ লাইনের নতুন সংযোগ উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার লালপুর সদর ইউনিয়নের কলনিতে অবস্থিত এই আশ্রয়ণ কেন্দ্রে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন নাটোর-১ ( লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে এক জনকল্যাণমুখি রাষ্ট্রের মডেলে পরিণত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি- ২ ডি.জি.এম রেজাউল করিম খাঁন,লালপুর অফিসের এ.জি.এম আবু সালেক, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজবার আলী, এস্কেন্দার মির্জা,যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কাওসার, আলাউদ্দিন আলাল,সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়,লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি মনোয়ার হোসেন নান্টু, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমূখ।