শিরোনাম

South east bank ad

তিন চুরকে গণধূলায়ের পর পুলিশের কাছে হস্তান্তর

 প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তিনজন গরু চোরকে গণ ধূলাইয়ের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে জনতা। এসময় চুরিকৃত একটা গরুসহ চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
শুক্রবার (পহেলা অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন,কর্ণফুলি উপজেলার শিকলবাহা মাষ্টারহাটের মৃত আবদুছ ছালামের পুত্র মোঃ আক্কাছ আলী (৩৮) , বোয়ালখালী উপজেলার পাঠান পাড়া (ভাড়াটিয়া)র আবুল কালামের পুত্র মোঃ দিদার (২৮) ও একই উপজেলার পশ্চিম শাকপুরা মোজাফফর তালুকদার বাড়ির আবু সৈয়দ এর পুত্র মাহমুদ আলী (৩০)।

প্রত‍্যক্ষদর্শী ও গরুর মালিক মোঃ খালেকের সাথে কথা বলে জানা যায়, দুপুরে সাপমারা খালের পাড়ে ঘাস খাওয়া জন্য গরু বেঁধে দিয়ে নিজের কাজে যাই । পরে খবর পাই গরু চুরি হয়ে গেছে । খোঁজাখুঁজির এক পর্যায়ে উপজেলার ২নং বারশত ইউনিয়নের বোয়ালিয়া বাজারে ৩ যুবক সিএনজি অটোরিকশা করে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা হয়েছে এমন সংবাদ পেয়ে ছুটে যায় সেখানে । এরপর রাঙ্গাদিয়া ফাঁড়ির পুলিশের মোবাইল টিম চোরাই গরু ও ৩চুরসহ চোরাই কাজে ব‍্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করে।

এ ঘটনায় মোঃ খালেক বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন ।

এ বিষয়ে আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন, স্থানীয় জনতা চুরি করে পালানোর সময় তিন চোরকে ধরে গণপিটুনি দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। গরু চোরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: