শিরোনাম

South east bank ad

বগুড়ায় নকল সোনা দিয়ে প্রতারণা করতেন তারা

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া) :

বগুড়ায় নকল সোনার বার দেখিয়ে প্রতারণাকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাত ৯টার দিকে শাজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত প্রতারকেরা হলেন- শাজাহানপুর উপজেলার গ-গ্রাম উত্তরপাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে জয়নাল ম-ল এবং একই এলাকার ইসলাম সরকারের ছেলে শুভ ইসলাম (২০)।

র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত দুই প্রতারক দীর্ঘদিন ধরে নকল স্বর্ণ দেখিয়ে প্রতারণা করে আসছিল।

জানা গেছে, নকল স্বর্ণের বার দিয়ে প্রতারক চক্রটি রিকশাচালক সেজে নিরীহ যাত্রীদের সঙ্গে প্রতারণা করে। তারা যাত্রীদেরকে নকল স্বর্ণের বার/কানের দুল একটি চিরকুটে পেচানো অবস্থায় দিয়ে বলে যে, তারা এটা কুড়িয়ে পেয়েছে। পরবর্তীসময়ে প্রতারক চক্রটি কলাকৌশলে যাত্রীদেরকে এটা আসল স্বর্ণ বলে বিশ্বাস করায় এবং অল্প টাকার বিনিময়ে তা কিনে নিতে বলে। তারা এভাবে বগুড়াসহ দেশের অনেক মানুষের পকেট কেটেছে এই প্রতারক চক্র।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বনানী এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের দেহ তল্লাশি করে ৫টি নকল স্বর্ণের বার, ২টি নকল স্বর্ণের কানবালা, একটি ২২ ক্যারেট সীল, একটি ক্যামিকাল বার, একটি বার কাটার হ্যাকসো, ৬টি শ্রী জুয়েলার্স এর প্যাড, একটি মোবাইল এবং একটি সিম জব্দ করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত দুই প্রতারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া শাজাহানপুর থানায় সোপর্দ হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: