দ্বিতীয় ধাপে নাটোরে ১৪ টি ইউপিতে নির্বাচন
মো: রবিউল ইসলাম, (নাটোর) :
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে দ্বিতীয় ধাপে নাটোরের ২ উপজেলায় ১৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলোর মধ্যে বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী, বড়াইগ্রাম, জোনাইল, গোপালপুর, চান্দাই, নগর এবং মাঝগাঁও ইউনিয়ন।
অপরদিকে নাটোর সদর উপজেলায় ছাতনী, তেবাড়িয়া, দিঘাপতিয়া, লক্ষীপুর খোলাবাড়িয়া, বড়হরিশপুর, কাফুরিয়া এবং হালসা ইউনিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ৮৪৮টি ইউপিতে ভোট হবে। বুধবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের কমিশন বৈঠক শেষে সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর খোন্দকার এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ ১১ নভেম্বর। ৮৪৮টি ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে বলেও ইসি সচিব জানান।