শিরোনাম

South east bank ad

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী) :

পটুয়াখালীতে মিনি কাভার্টভ্যান ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিকুল ইসলাম তানিম (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালী চৌরাস্তা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্টভ্যাটিকে (ঢাকা মেট্রো- ম- ১৩ ০০৯৬) জব্দ করেছে পুলিশ। মৃত তারিকুল ইসলাম তানিম বরিশাল শহরের ১৩ নং ওয়ার্ডের দক্ষিণ আলেকান্দা এলাকার মোক্তার হোসেনের ছেলে।

তারিকুল ইসলাম তানিমের বন্ধু মারুফ জানায়, গত সোমবার (২৭ সেপ্টেম্বর) তানিম মোটরসাইকেল নিয়ে বরিশাল থেকে তার বন্ধুদের সাথে কুয়াকাটা ঘুরতে আসেন। বুধবার সকালে কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় পটুয়াখালী চৌরাস্তা এলাকায় পৌছলে অপর দিক থেকে আসা একটি মিনি কাভার্টভ্যানের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারিকুল ইসলাম তানিম হোসেনের মৃত্যু হয়। এসময় আহত হয় তার বন্ধু সোহান। সে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ক্যাভার্টভ্যানটিকে জব্দ করা হয়েছে। কাভার্টভ্যান চালক পলাতক রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: