মাত্র তিন ঘন্টার বৃষ্টিতে খুলনা মহানগরীতে হাটুপানি
শেখ হেদায়েতুল্লাহ, (খুলনা) :
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকলীয় জেলা খুলনায় কখনও গুড়ি গুড়ি কখনও মাঝারি আবার কখনও ভারী বৃষ্টিপাত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বুধবার দুপুর ১২ থেকে বেলা তিনটা পর্যন্ত মাত্র তিনঘন্টায খুলনা মহানগরী অলিগলি পানিতে নিমজ্জিত হয়।
নগরীর উচু এলাকা শিববাড়িতেও হাটু পানিতে তলিয়ে যায়। এছাড়া নিম্নাঞ্চলে কোথাও কোথাও হাটুর উপরে পানি ওঠায় লোকজন ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। বিভাগীয় শহর খুলনায় মাত্র ৪০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেল ব্যস্ত সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলের ঘরবাড়ী।
আজ বুধবার দুপুরের বৃষ্টির পানি জমে শহরের যান ও জন চলাচল স্থবির হয়ে পড়েছে। নগরীর দুইটি মূল সড়ক কেডিএ এভিনিউ ও লোয়ার যশোর রোড ব্যতীত সব রাস্তা হাটু সমান পানির নিচে তলিয়ে যায়। বুধবার দুপুর ২টায় রূপসা নদীতে জোয়ার থাকায় পানি সরতেও দেরি হচ্ছে। ফলে ভোগান্তীতে নগরবাসী। তবে বৃষ্টির পর নিম্নাঞ্চলের অবস্থা আরো ভয়াবহ।
খুলনা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকতর্অ মো: আমিরুল আযাদ জানান খুলনায় বুধবার দুপুর ১২টা থেকে বেলা তিনটা পর্যন্ত মাত্র তিন ঘন্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এছাড়া গত ২৪ ঘন্টায় মোট ৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।