শেখ হাসিনার জন্মদিনে কেক কাটলো বরগুনা আ’লীগ
এম.এস রিয়াদ, (বরগুনা) :
কেক কাটার মধ্য দিয়ে জননন্দিত দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করছেন বরগুনা জেলা আওয়ামীলীগ।
এ উপলক্ষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন- জেলা আওয়ামীলীগের ধর্ম সম্পাদক আলতাফ হোসেন।
শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় তার সময়ে হওয়া উন্নয়নমূলক নানা প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে তার জন্ম ইতিহাস নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতাকর্মীরা। তুলে ধরেন বঙ্গবন্ধুর সাফল্য গাঁথা ইতিহাস ও তাঁর ঔরসজাত সন্তান দেশের গর্ব জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে নেয়া বাংলাদেশের ইতিহাস।
জেলা আওয়ামীলীগৈর সহ-সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, রইসুল আলম রিপন, দফতর সম্পাদক সুবল তালুকদার, জেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম অ্যাটম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রশিদ, ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসাইন প্রমূখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন- জেলা ছাত্রলীগের সহ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান।