জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
রাশেদ ইসলাম, (জয়পুরহাট) :
"তথ্য আমার অধিকার! জানা আছে কি সবার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় তথ্য প্রাপ্তির অধিকার ও নিয়মের উপর বক্তব্য পেশ করেন, মোঃ শহীদুল আলম চৌধুরী, সাংবাদিক রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা প্রমুখ।