শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকীতে গফরগাঁওয়ে মিলাদ ও দোয়া
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
২৮ সেপ্টেম্বর বাংলাদেশের উন্নয়নের রূপকার দূরদর্শী ও বলিষ্ঠ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আজ। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি তিনি।
জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও প্রেসক্লাব, উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগের উদ্যােগে কেক কাটা সহ দোয়া ও মিলাদ মাহফিল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় এ উপলক্ষে গফরগাঁও প্রেসক্লাবে শামছুল হক মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সবুজের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।এসময় প্রেসক্লাবের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ মাহদী হাসান সাদ্দাম।
অপরদিকে গফরগাঁও উপজেলা ছাত্রলীগ গফরগাঁও রেলস্টেশন চত্বরে আনন্দঘন পরিবেশে উপজেলা ছাত্রীলীগের সভাপতি মেহেদী হাসান সানিল ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের উপস্থিতে সাধারণ মানুষের মাঝে খাদ্য বিতরণ ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পৌর শহরে মিছিল বের করে।